বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ ।। ১৬ মাঘ ১৪৩১ ।। ৩০ রজব ১৪৪৬


শীতে গরম পানি দিয়ে গোসল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাকরিমা আইয়ুব তুবা

চারদিকে শীত আর শীতের আবহাওয়া। শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে আমাদের জন্য। শীতের কষ্ট আর ঠাণ্ডাজনিত রোগসহ নানা কারণেই আমরা শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করি।  অনেকে ঠান্ডা পানি জমের মতো ভয় পান। তাই গোসলের জন্য চাই কুসুম গরম পানি। । কুসুম গরম পানি আপনাকে কেবল ঠান্ডার হাত থেকেই রেহাই দেবে না, এর রয়েছে বেশকিছু উপকারিতা।

এক.  শরীরের তপমাত্রা বাড়াতে গরম পানির গোসল খুবই উপকারী। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তি আসে। 

দুই.   রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমাতে সহায়ক গরম পানি। ডায়াবেটিস রোগীতে ক্ষেত্রে গরম পানিতে গোসল খুবই দরকারি। ওজনও কমে।

তিন. সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত। নিশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে।

চার. গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রনার উপশম হয়।

পাঁচ. গরম পানি দিয়ে গোসল করলে বাতের ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। 

ছয়.  নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে।

হুআ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ