শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ।। ২৫ পৌষ ১৪৩১ ।। ১০ রজব ১৪৪৬

শিরোনাম :
রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ  ‘হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণের এখতিয়ার সৌদি সরকারের, মন্ত্রণালয়ের নয়’ স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক: স্বপ্নসিঁড়ি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ ‘বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে’ চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ, যথাসময়ে হবে বিশ্ব ইজতেমা ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

শীতে ভেজা কাপড় শুকানোর সেরা ৪ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতে রোদের দেখা তেমন মেলে না। ফলে কাপড় শুকানো বেশ মুশকিল হয়ে ওঠে এই মৌসুমে। একে তো ঠান্ডার দিন, তার উপরে আবার ভারি ভারি পোশাক ধুয়ে শুকানো বেশ কষ্টকর হয়ে পড়ে।

ফলে স্বাভাবিকভাবেই কাপড় সময়মতো না শুকানোর কারণে স্যাঁতসেঁতে হয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। তাই আপনিও যদি ঠান্ডার দিনে কাপড় শুকাতে সমস্যার সম্মুখীন হন, তাহলে চিন্তা করবেন না। এমন কিছু টিপস আছে, যার মাধ্যমে আপনি সহজেই কাপড় শুকাতে পারবেন-

রুম হিটার ব্যবহার করুন

শীতকালে কাপড় শুকাতে হিটার ব্যবহার করা যেতে পারে। আপনি যেখানে কাপড় শুকানোর জন্য রেখেছেন, সেখানে হিটার ব্যবহার করতে পারেন। এছাড়া যে ঘরে হিটার লাগানো আছে, সেখানে কাপড় বিছিয়ে দিন। এতেও আপনার সমস্যা খুবই সহজে সমাধান হবে।

হেয়ার ড্রায়ারের ব্যবহার

আমরা অনেকেই ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। তবে এটি দিয়েও আপনি খুব সহজে আপনার ভেজা পোশাক শুকাতে পারেন। এটিও খুব কার্যকরী একটি পদ্ধতি।

তোয়ালের ব্যবহার

ভেজা কাপড় কম হলে তা শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ধোয়া কাপড়ে একটি তোয়ালে রাখতে হবে, এবার সেগুলো রোল করে মুড়ে ফেলুন। এতে জামাকাপড়ের অবশিষ্ট পানি খুব সহজেই বেরিয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে।

ধোয়া কাপড় বিছিয়ে দিন

শীতকালে জামাকাপড় ধুয়ে শুকানোর জন্য জানালাসহ ঘরে ছড়িয়ে দিতে হবে। জানালা দিয়ে ঘরে বাতাস আসতে থাকে, যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে। বাতাসের সংস্পর্শে আসায় ভেজা কাপড়ের দুর্গন্ধও চলে যায়।

এছাড়া শীতকালে কাপড় দ্রুত শুকানোর জন্য হ্যাঙ্গারে ব্যবহার করুন। এজন্য ধোয়া কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দড়ি বা রেলিংয়ে রাখুন। এর ফলে কাপড়ে উপস্থিত পানি দ্রুত বের হয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ