কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীদের চাকরির সুযোগ দিচ্ছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বোনাফাইড টেক্সটাইল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন করার সময়সীমা ২০ মে ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
কওমি মাদরাসার তাকমিল বা দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়া হলেও চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সেই সুবিধা অনেক সময় ভোগ করতে পারেন না কওমি শিক্ষার্থীরা। বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানেও কওমি সনদ যথাযথ গুরুত্ব পায় না। তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। দেশের শিল্প খাতের একটি প্রতিষ্ঠান কওমি মাদরাসাপড়ুয়াদের জন্য দিচ্ছে বিশেষ সুযোগ—বোনাফাইড টেক্সটাইলে দাওরায়ে হাদিস পাসের সনদে চাকরি।
বোনাফাইড কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড দাওরায়ে হাদিসের সনদে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে ১২ জন এবং মার্কেটিং অফিসার পদে ১০ জনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আর যোগ্যতা হিসেবে উল্লেখ করেছে দাওরায়ে হাদিস।
কম্পিউটার অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
আগ্রহীরা আবেদন করতেন পারবেন ১০ মে ২০২৫ পর্যন্ত। আবেদনপত্র ডাকে অথবা সরাসরি অফিসে পৌঁছে দেওয়া যাবে। কোম্পানির ব্যবস্থাপনা
পরিচালনা বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদন পত্রে জীবন বৃত্তান্ত, ছবি ও শিক্ষা সনদের ফটোকপি জমা দিতে হবে
অফিসের ঠিকানা: ০২ নয়াপল্টন, রুপায়ন এফপিএবি টাওয়ার (লিফট-১০), বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
এমএইচ/