ভারতের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তাল পাকিস্তানের জনসাধারণ। এবার সরব হলেন দেশটির প্রখ্যাত আলেম, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী। তিনি বলেছেন, "ভারত এইবার সরাসরি মসজিদ, মাদ্রাসা ও পবিত্র কুরআনকে নিজের আক্রমণের লক্ষ্য বানিয়েছে, যা তার সুস্পষ্ট ইসলামবিদ্বেষের প্রমাণ।"
আজ জুমার দিনে একটি বার্তায় মুফতি উসমানী দেশের সকল ইমাম ও খতীবদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মসজিদে খুতবায় ভারতের উসকানিমূলক আচরণের নিন্দা করেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন। তিনি বলেন, "এ সময় জিহাদের চেতনাকে জাগ্রত করা ও পাকিস্তানের সেনাবাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো অপরিহার্য। মতপার্থক্য ভুলে জাতীয় সংহতি গঠনের এখনই সময়।"
মুফতি তাকি উসমানী খুতবার জন্য বিশেষভাবে দুটি কুরআনি আয়াত উল্লেখ করেন:
"فَإِذَا لَقِيتُم فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا"
(অর্থ: যখন তোমরা কোন বাহিনীর মুখোমুখি হও, তখন স্থির থাকো এবং আল্লাহকে অধিক স্মরণ কর।)
"وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا
(অর্থ: এবং তোমরা পারস্পরিক বিবাদে লিপ্ত হয়ো না, তা হলে তোমরা দুর্বল হয়ে পড়বে।)
তিনি দেশের সব মুসলমানকে বিজয় ও আল্লাহর সাহায্যের জন্য দোয়া করার আহ্বান জানান।
এনএইচ/