হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশের সব খতিব ও মসজিদের ইমামদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় আগামীকাল শুক্রবার (২মে ২০২৫) জুমআর খুতবায় কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশন ও নীতিমালা ইসলামি শরিয়াহ এবং কুরআনের বিধান পরিপন্থী। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে প্রতিটি মসজিদে আলোচনা করা দরকার।
এছাড়াও আগামী শনিবার (৩ মে) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশে দেশবাসীকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আওয়ার ইসলামকে বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেটা যে কুরআন-সুন্নাহবিরোধী সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে জনগণকে সচেতন করা প্রত্যেক ইমাম-খতিবের ঈমানি দায়িত্ব। আমরা সেই আহ্বানই জানিয়েছি। আশা করি, ইমাম ও খতিব সাহেবরা দেশবাসীকে এ ব্যাপারে সচেতন করবেন।
এনএইচ/