বর্তমান বিশ্বে যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, লেনদেন, অফিশিয়াল কাজ এমনকি ব্যবসা-বাণিজ্যের কাজে মোবাইলের ব্যবহার দিন দিন শুধু বাড়ছেই। আবার হাতের মোবাইল ফোনটি এখন প্রায় সবারই ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী হিসেবেও কাজ করছে।
আর তাই অনেকেই তার শখের মোবাইল ফোনটি মনের মাধুরী দিয়ে সাজাতে পছন্দ করেন। যার মধ্যে মোবাইলের স্ক্রিনসেভার বা ওয়ালপেপার খুবই গুরুত্বপূর্ণ।
এখন প্রশ্ন হচ্ছে, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির যুক্ত করা কি ঠিক?
শুরুতেই বলতে হয় যে, কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির এবং আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা, কোনোভাবে যেন এগুলোর অসম্মান না হয়, সেদিকে লক্ষ রাখা, সতর্ক থাকা আমাদের সবার কর্তব্য।
রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন,
ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ
অর্থ: ‘এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ’। (সূরা: হজ, আয়াত: ৩২)
মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম বা কোনো জিকির থাকলে ক্ষেত্রবিশেষে এগুলোর অসম্মান হওয়ার আশংকা থাকে। কারণ মোবাইল অনেক সময়ই সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। যত্রতত্র রাখা হয়। মাঝে মাঝে টয়লেটেও নেওয়া হয়। চার্জ দেওয়ার প্রয়োজনে মেঝেতেও রাখতে হয়। আর তাই মোবাইল ওয়ালপেপার হিসেবে কোরআনের আয়াত, আল্লাহর নাম, জিকিরযুক্ত ছবি সেট করা ঠিক নয়।
এনএ/