প্রশ্ন: এক ব্যক্তির উপর হজ ফরজ ছিল। কিন্তু মা’জুর হবার কারণে হজ করতে পারেনি। মৃত্যুর সময় সে তার পক্ষ থেকে হজ্জে বদল করতে অসিয়ত করে গেছে।
তার রেখে যাওয়া সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে অনায়াসে হজ করানো যাবে।
এমতাবস্থায় সৌদি আরবে পরিচিত প্রবাসীকে দিয়ে যদি আত্মীয় স্বজন হজ্জে বদল করাতে চায়, তাহলে উক্ত মৃত ব্যক্তির হজ্জে বদল আদায় হবে কি না? নাকি দেশ থেকেই কাউকে পাঠাতে হবে?
যদি উক্ত ব্যক্তির মালের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জ করানোর মতো টাকা না থাকে, তাহলেও কী সৌদি থেকে হজ্জে বদল করানো যাবে না?
উত্তর: মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পদের তিন ভাগে এক ভাগ দিয়ে যদি হজের খরচ হয়, তাহলে যে দেশে এবং যে শহরে বসবাস করতো, সেখান থেকে হজ্জে বদলের জন্য পাঠাতে হবে। সৌদি বা অন্য দেশ থেকে হজ্জে বদলের জন্য পাঠালে হজ্জে বদল আদায় হবে না।
আর যদি তার ত্যাজ্য সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে হজ্জে বদল মৃত ব্যক্তির দেশ ও শহর থেকে হজ করানো সম্ভব না হয়, তাহলে সৌদি বা যেখান থেকে সম্ভব সেখান থেকেই হজ্জে বদলে পাঠানো যাবে।
সূত্র: আল-মানাসেক মুল্লা আলী কারী রহ.- ২/৬০০, আল বাদায়েউস সানায়ে-২/৪৭০, আল মাসালেক ফিল মানাসেক-২/৯০৫, আল মাওসুয়াতুল ফিকহিয়্যাহ আল কুয়েতিয়্যাহ-৪২/৪৬।
এনএ/