মুফতি আরিফুল ইসলাম
আমরা প্রতিনিয়ত গোনাহ করছি। ছোট গোনাহ।বড় গোনাহ। আমাদের একটি ব্যধি পেয়ে বসেছে গোনাহকে আমরা গোনাহই মনে করি না। অথচ সাহাবায়ে কেরাম কোনো গোনাহ হলে বিচলিত হয়ে যেতেন। এই একটি গোনাহই না জানি জাহান্নামের কারণ হয়।তওবার চিন্তায় ব্যস্ত থাকতেন তাঁরা। মা হারানো এক সাহাবী একটি কবীরা গোনাহ করে ফেলেন। আল্লাহর রাসূল সা. তার ব্যকুলতা দেখে খালার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিয়ে তওবার পথকে সহজ করে দেন।
হাদীস : হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসুল! আমি একটি কবিরা গুনাহ করে ফেলেছি। আমার কি তওবা করার সুযোগ আছে? হুজুর সা. জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? লোকটি বলল, না। তিনি আবার প্রশ্ন করেন তোমার খালা কি জীবিত আছেন? বলল, হ্যাঁ। তিনি বললেন, তার সাথে উত্তম আচরণ কর। -তিরমিযী শরীফ
এম আই/