সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৪ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬


 ওয়াশিংটনে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক: ইরান ও গাজা শীর্ষ আলোচ্য বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শোয়াইব আস-সফাদী

রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন, যেখানে আলোচনার প্রধান বিষয়গুলো হবে ইরান ও গাজায় চলমান যুদ্ধ।

নেতানিয়াহুর কার্যালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে নেতানিয়াহু ওয়াশিংটনে যাচ্ছেন এবং সোমবার তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে—গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বিরুদ্ধে লড়াই এবং বাণিজ্য শুল্ক ইত্যাদি।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে এবং একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেও উত্তেজনা বেড়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানকে সামরিকভাবে আঘাত করা হতে পারে। ওয়াশিংটন ও তেল আবিব থেকে একাধিকবার জানানো হয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু এমন এক পরিস্থিতিতে ওয়াশিংটনে যাচ্ছেন যেখানে তিনি ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ