বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৫ চৈত্র ১৪৩১ ।। ১৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
সাবেক ইমাম মাওলানা নূরুল আলম বাঁচতে চায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ, পাশের হার ৯৬.২৪ শতাংশ ‘ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত‍্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি’ ‘গাজায় হামলার প্রতিবাদে বিশ্বাবসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান’ মাহে রমযানে একটি সফল আলোচনা সভা আওরাঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে দাঙ্গা,জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ১৯ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান সাহেবের ইন্তেকাল নির্বাচনে আওয়ামী লীগকে চায় না জাতীয় নাগরিক পার্টি

নেতানেয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা।  মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। 

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। 

বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরাইল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরাইলি রক সংগীত বাজানো হয়। বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ বলেও স্লোগান দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ