ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল কর্তৃক মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া যুদ্ধাপরাধের শামিল বলে অভিযোগ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। শুধু তাই নয়, এটিকে ‘মানবিক বিপর্যয়’ বলেও অভিহিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
মিশরের রাজধানী কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রিন্স ফয়সাল বলেন, ‘গাজায় একটি যুদ্ধবিরতির জন্য প্রায় এক বছরের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা এটি প্রমাণিত হয় যে, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে।’
এছাড়াও বারবার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হওয়ায় ইসমাইলের সমালোচনা করেছেন বিন ফারহান। সূত্র: মিডল ইস্ট মনিটর
হাআমা/