রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬


ভারতে ভোটগণনা শুরু হতেই বিরাট ধস শেয়ার বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমেছে নিফটিও। উল্লেখ্য, ভোটগণনার শুরুতে এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। সেই ইঙ্গিত মিলতেই ধস শেয়ার বাজারে।

অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। সব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে ছিল এনডিএ। ‘ফির একবার মোদি সরকার’ হওয়ার সম্ভাবনায় ঝড় ওঠে শেয়ার বাজারে। একলাফে ২ হাজার পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেনসেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলে। নজির গড়ে নিফটির সূচক।

কিন্তু মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই পালটে যায় ছবিটা। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হতেই দেখা যায়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন ইন্ডিয়া জোট। এমনকি বারাণসীতে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। বেশ কয়েকটি রাজ্যের এক্সিট পোলের তুলনায় অনেক বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

ফলাফল প্রকাশ্যে আসতেই ধস নামে শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে বাজার খোলার পর থেকেই নিম্নমুখী সেনসেক্স। ২ হাজার ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সূচক। লোকসানের মুখে পড়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসির মতো অধিকাংশ পিএসইউ ক্ষেত্র। আদানি-সহ বেশ কয়েকটি বড় সংস্থার শেয়ারেও ধস। জানা গিয়েছে, সবমিলিয়ে অন্তত ৯ লাখকোটি রুপি হারিয়েছেন বিনিয়োগকারীরা।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ