শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে স্বর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নিরাপদ আশ্রয়-খ্যাত ধাতুটির দর।

শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৭০ ডলার ৫৫ সেন্টে।
একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে। 

এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনও এত দেখেননি।
এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ