শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনিদের সহায়তা প্রবেশের পথ বন্ধ করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের শঙ্কা সত্ত্বেও স্থানীয় ফিলিস্তিনিদের জন্য সহায়তা কার্যক্রম প্রবেশের পথ অবরূদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। দুর্ভিক্ষের কবল থেকে গাজার বাসিন্দাদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

বৃহস্পতিবার (৭ মার্চ) আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, গাজার বিভিন্ন শহরে খাবার প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইলি প্রশাসন। জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। 

এখন পর্যন্ত পুষ্টিহীনতা আর পানি শূন্যতায় মৃত্যু হয়েছে ২০ জনের। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেছেন, হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় ১২ জনের। 

এদিকে, গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরাইলি হামলায় ৩০ হাজারেরও  বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ৭২ হাজারের বেশি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ