শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

দেওবন্দে কোনো রাজনৈতিক নেতাকে স্বাগত জানানো হবে না: মুফতি আবুল কাসেম নো’মানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে কোনো রাজনৈতিক নেতাকে স্বগাত জানানো হবে না মর্মে ঘোষণা দিয়েছে।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নো’মানী এ ঘোষণা দেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আওয়াজ দ্যা ভয়েস জানিয়েছে, ‘লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের তৎপরতা তীব্র হয়ে উঠেছে। রাজনৈতিক নেতা ও বিভিন্ন ধর্মের নেতাদের মধ্যে বৈঠকের ধারাও বেড়েছে। লোকসভা নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি, তবে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে।

বিভিন্ন শ্রেণীর ভোটারদের আকৃষ্ট করতে সম্ভাব্য সব কৌশল অবলম্বন করছে সব দলই। দেওবন্দের দারুল উলূম ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত, এর সাথে লক্ষ লক্ষ মুসলমান জড়িত, যারা দারুল উলূমের জারি করা প্রতিটি সিদ্ধান্তকে আন্তরিকভাবে সম্মান করে। তাই নির্বাচনের সময় প্রায়ই নেতারা দারুল উলূমে চক্কর দিতে থাকেন।’

এদিকে, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নো’মানী জানান, ‘দারুল উলূমের আলেমরা কোনো রাজনৈতিক দলের নেতাকে স্বাগত জানাবেন না এবং কোনো নেতার সঙ্গে দেখা করবেন না।’

কী কারণে স্বাগত জানাবে না সে বিষয়ে মুহতামিম জানান, ‘কয়েক বছর আগে এখানে এসেছিলেন এক দলের নেতা ও স্থানীয় দলীয় নেতারা। তারা দেওবন্দ থেকে বের হয়ে মিথ্যা প্রচারণা চালায়। এ কারণেই এখন থেকে এখানে কোনো রাজনৈতিক নেতাকে স্বাগত না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাআমা/

 

 

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ