শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাগদাদে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর ওপর ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে গোষ্ঠীটির সিনিয়র কমান্ডারসহ তিনজন নিহত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার রাতে সাড়ে ৯টার দিকে এ ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন আবু বাকির আল-সাদি। তিনি কাতাইব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হিসেবে পরিচিত। ড্রোন হামলায় নিহত বাকি দু’জন তার রক্ষী বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ওই কমান্ডার দায়ী ছিলেন। এছাড়া সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার সঙ্গে এই মিলিশিয়া গোষ্ঠীকে যুক্ত করেছে আমেরিকা। গত মাসের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। আহত হয় আরও ৪০ জনের বেশি সৈন্য। সেই হামলার পর কাতাইব হিজবুল্লাহ বলেছিল, তারা ইরাকি সরকারের কাছে ‘বিব্রত’ হওয়া রোধ করতে মার্কিন সেনাদের ওপর হামলা স্থগিত করছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জেরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। মূলত ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়ির ওপর সুনির্দিষ্ট এই হামলা চালায় মার্কিন বাহিনী এবং এতে করে গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে হামলাটি চালানো হয়। এর মাধ্যমে ‘এ অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার সরাসরি পরিকল্পনা ও অংশ নেওয়ার জন্য দায়ী কমান্ডারকে’ হত্যা করা হয়েছে। সূত্র: বিবিসি, প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ