শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

যে কৌশলে ইসরায়েলের ২৪ সেনা হত্যা করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস বলেছে, তারা রবিবার একটি হামলা চালিয়েছে যাতে ইসরায়েলের ২৪ জন সেনা নিহত হয়েছে।

ইসরায়েল ঘটনার যে বর্ণনা দিয়েছে, তার সঙ্গে তাদের পরিচালিত অভিযান মিলে গেছে।

হামাস বলেছে যে, তাদের যোদ্ধারা মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে একটি ভবনে থাকা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে অ্যান্টি-পার্সোনেল মর্টার শেল ব্যবহার করে লক্ষ্যবস্তু করে। যার ফলে বাড়িটির ভেতরে ইঞ্জিনিয়ারিং এবং সামরিক সরঞ্জামসহ পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়।

কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, একই সঙ্গে আমাদের যোদ্ধারা ইয়াসিন-১০৫ শেল দিয়ে মারকাভা ট্যাংক ধ্বংস করে এবং একই স্থানে উপস্থিত ইসরায়েলি বাহিনীর একটি মাইনফিল্ড উড়িয়ে দেয়, এতে তাদের সবাই নিহত ও আহত হয়।
ঘটনার পর তাদের যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে মধ্য গাজায় (সেন্ট্রাল গাজা) গতকালের বিস্ফোরণে বিষয়ে নতুন তদন্ত প্রতিবেদন সামনে এনেছেইসরায়েলি বাহিনী।

ওই প্রতিবেদন অনুসারে,  হামাস কর্মীরা নিকটবর্তী একটি বাগানে লুকিয়ে থাকা অবস্থায় একটি ভবনে আরপিজি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৬০০ মিটার দূরে দুটি ভবনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার জন্য প্রায় ২০টি মাইন লাগানো হয়। কয়েক ডজন মিটার দূর থেকে হামাস সদস্যরা আরপিজি ফায়ার করলে পুরো ভবন ধসে পড়ে যাতে ১৯ সেনা নিহত হয়।

এ সময় পাশে থাকা একটি ট্যাংক হামাস সদস্যের উপস্থিতি টের পায়। কিন্তু ট্যাংক গোলা নিক্ষেপের আগে ট্যাংকে আরেকটি আরপিজে নিক্ষেপ করা হয়। এতে ট্যাংকে থাকা দুইজন সেনা নিহত হয়। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ