শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

হামাসের পাঁচ অর্থদাতার তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা আমেরিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাঁচজন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা ১০ মিলিয়ন (এক কোটি) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।


ওই পাঁচজন হলেন- আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল-দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হামজা নামে পরিচিত প্রথম অর্থদাতা সুদানের ব্যবসায়ী। তিনি হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি পরিচালনা করেছেন এবং হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ

ছাড়াও তিনি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি সুদানের স্থিতিশীলতা নষ্ট করে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও দাবি করেছে, হামাসের অর্থদাতাদের মধ্যে তিনজন- আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ- তুরস্কে গোষ্ঠীটির বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

আর নাসরাল্লাহর ইরানি সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং হামাসের সামরিক শাখা-সহ গোষ্ঠীটিকে কয়েক মিলিয়ন ডলার হস্তান্তরের সঙ্গে জড়িত তিনি। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় তিনি কাতারে অবস্থান করছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, হামাসের অর্থের কোনও উৎস, প্রধান দাতা কিংবা আর্থিক প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি যারা গ্রুপের জন্য দ্বৈত-ব্যবহার প্রযুক্তির সঙ্গে জড়িত এবং হামাস উপকৃত হয় এমন পরিকল্পনার তথ্য প্রদানকারীকে এই পুরস্কার দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ