বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

আমরা কঠিন যুদ্ধে আছি: নেতানিয়াহু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলের ১২ সেনা। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেছেন, তারা এখন কঠিন যুদ্ধের মধ্যে আছেন এবং এ যুদ্ধ দীর্ঘ হবে।

নেতানিয়াহু বলেন, আমরা কঠিন যুদ্ধে আছি। এটি একটি দীর্ঘ যুদ্ধ হবে। এতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অর্জন আছে। কিন্তু কষ্টদায়ক ক্ষতিও আছে।

তিনি আরও বলেছেন, আমরা জানি আমাদের প্রত্যেকটি সৈন্য একেকজন বিশ্ব। পুরো ইসরায়েল আপনাদের আলিঙ্গন করে। এমন কঠিন দুঃখের সময়ে মনের অন্তর্স্থল থেকে তাদের পরিবারের পাশে দাঁড়াব আমরা।


ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, অন্যায় যুদ্ধে, দেশের জন্য যুদ্ধে তার সেনারা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনারা গাজার মূলকেন্দ্র গাজা সিটির দিকে এগোচ্ছে। তাদের লক্ষ্য সেখানে থাকা হামাসের সব অবকাঠামো ধ্বংস করা এবং হামাস নিয়ন্ত্রিত সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে গাজায় ঢুকে হামাসের সশস্ত্র যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী।

এনএ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ