বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: মিসর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে মিসর। 

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেছেন, ইসরায়েল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিলেও ‘পশ্চিমা সংবাদমাধ্যমগুলো’ গাজায় মানবিক বিপর্যয়ের জন্য মিসরকে টার্গেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি লিখেছেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ‘বাস্তুচ্যুতের চিত্র প্রচার করছে, রাফাহ ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করছে, যদিও ইসরায়েলের হামলার জন্য এবং ত্রাণ প্রবেশে বাঁধা দেওয়ার জন্য ক্রসিংটি বন্ধ রয়েছে। এছাড়া তারা বিদেশি নাগরিকদের গাজায় আটকে থাকার জন্য মিসরকে দায়ী করে কটাক্ষমূলক সংবাদ প্রচার করছে।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেছেন, ‘রাফাহ ক্রসিং চালু আছে এবং তৃতীয় দেশের নাগরিকদের (বিদেশিদের) গাজা ছাড়ার ক্ষেত্রে মিসর কোনো বাধা দিচ্ছে না।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরবর্তীতে আরেকটি পোস্ট করেছেন। এতে তিনি শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া মিসরের শান্তি সম্মেলনের একটি ছবি প্রকাশ করে বলেছেন, ‘আগামীকাল এ ধরনের মনোভাব পরিবর্তন ও বিবেক জাগ্রত করার সুযোগ রয়েছে!!!’

এদিকে গত ৮ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর তারা সেখানে পানি, জ্বালানি ও খাবারসহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। ইসরায়েল অবরোধ আরোপ করার পর মিসর দিয়ে ত্রাণ পাঠানোর জন্য দেশটির রাফাহ ক্রসিংয়ের কাছে জড়ো হয় শতশত ট্রাক। তবে সেগুলো যেন গাজায় প্রবেশ করতে না পারে সেজন্য ওই ক্রসিংয়ের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিরামহীন হামলায় গাজায় গত ১৪ দিনে ১ হাজার ৬৬১ শিশুসহ ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। তবে প্রতি মুহূর্তেই হতাহতের সংখ্যা বাড়ছে। 

সুত্র: দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ