বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে

দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ‘হতভম্ব’হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে আন্তোনিও গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।

এছাড়া বুধবার চীনের রাজধানী বেইজিং-এ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের একটি ফোরামে জাতিসংঘের প্রধান ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি বলেন, "আমরা যে মহাকাব্যিক মানবিক যন্ত্রণার প্রত্যক্ষ করছি, তা কমাতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।"

এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক গাজার আল আহলি হাসপাতালে হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

জেনেভা থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, “হাসপাতালগুলি পবিত্র এবং এ হামলার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

মানবাধিকার সংস্থাগুলোৎ নিয়মমতে, যুদ্ধক্ষেত্রেও যে কোন হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের সমান। যদিও শুরু থেকেই ইসরায়েল গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার করছে।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ