বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


পার্কে ভালুকের আক্রমণে প্রাণ গেল দম্পতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কানাডার একটি পার্কে ভালুকের আক্রমণে এক দম্পতিসহ তাদের পোষা কুকুর প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার (২ অক্টোবর) পার্ক কর্মকর্তা ও নিহতদের এক বন্ধুর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্কে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংস্থা পার্কস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, জিপিএস ডিভাইসের মাধ্যমে গত শুক্রবার গভীর রাতে ব্যানফ ন্যাশনাল পার্কের ইয়া হা টিন্ডা রাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে একটি ভালুকের আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়। খুব রাগান্বিত অবস্থায় থাকা ভালুকটির আক্রমণের শিকার হন ওই দম্পতি।

বিয়ার সেফটি অ্যান্ড মোরের প্রতিষ্ঠাতা এবং নিহতদের পরিবারের একজন বন্ধু কিম টিচেনার জানান, নিহতরা কানাডিয়ান দম্পতি এবং তাদের একটি কুকুরও সঙ্গে ছিল।

টিচেনার ভালুকের সুরক্ষা এবং ভালুকের মূল্যায়নের প্রশিক্ষণ দেন। তিনি বলেন, পার্কে অনেক মানুষের সমাগোমের কারণে এ ধরনের ঘটনা সম্প্রতি বাড়ছে। কিন্তু এই ঘটনার মতো মারাত্মক আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। বিশ্বে শতকরা ১৪ ভাগ গ্রিজলি ভালুকের আক্রমণের প্রাণহানির ঘটনা ঘটে।

টিএ/


সম্পর্কিত খবর