বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বোমা হামলার মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি  ‘ভারতকে বুঝতে হবে এটা আ. লীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ’ দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা

সৌদি যুবরাজের সঙ্গে মোদির বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

শনি ও রবিবার নয়াদিল্লিতে জি২০ বৈঠকে যোগ দেওয়ার পর সোমবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

হায়দরাবাদ হাউসে মোদি-সালমান বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য, সুরক্ষা, আর্থিক, সাংস্কৃতিক ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগের বিষয়টি।

নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতের কাছে সৌদি আরব হলো বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার। বিশ্বের ও এই অঞ্চলের ক্ষেত্রে ভারত-সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে। আমরা বেশ কয়েকটা ক্ষেত্র চিহ্নিত করেছি, যেখানে দুই দেশের সহযোগিতাকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব।’

অন্যদিকে সৌদি যুবরাজ বলেছেন, ‘দুই দেশ আর্থিক ক্ষেত্রে আরো বেশি করে সহযোগিতা করবে। ভারত যে সাফল্যের সঙ্গে জি২০ শীর্ষ বৈঠকের আয়োজন করেছে, তার জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।

দুই দেশের মধ্যে দুটি মন্ত্রী পর্যায়ের কমিটি আছে। একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল নিয়ে, অন্যটা হলো সুরক্ষা, আর্থিক, বিনিয়োগ, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সহযোগিতা নিয়ে। মোদি ও সালমান দুটি কমিটির কাজ পর্যালোচনা করেছেন। প্রতিরক্ষা, বাণিজ্য, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগের বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

এ ছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও কথা হয়েছে।
২০১৯ সালের পর আবার ভারত সফরে গেছেন সৌদি যুবরাজ। সোমবার রাতেই তিনি ভারত ছেড়ে চলে যাবেন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ