রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৯ রজব ১৪৪৬

শিরোনাম :
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের মত চেয়েছে সরকার দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ মোহরানা সহজলভ্য করতে বিনা খরচে ৮ দম্পতির বিয়ে মুফতি কাজী ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্ক বার্তা সিলেটে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিদায় অনুষ্ঠান সম্পন্ন ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত:সংলাপ জরুরি ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের 

ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের ২ সপ্তাহের বিশাল সামরিক মহড়া শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সুপার গরুদা শিল্ড ২০২৩ নামের এ বার্ষিক যৌথ মহড়া ৩১ আগষ্ট ইন্দোনেশিয়ার পূর্ব জাভার উপকূলীয় শহর বালুরানে শুরু হয়েছে। সূত্র: অ্যারাব নিউজ

চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের প্রতি লক্ষ্য রেখে মার্কিন নেতৃত্বে এ মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ফ্রান্স।

২০০৯ সাল থেকে চলে এ যৌথ মহড়ায় মার্কিন ও ইন্দোনেশিয়ার সেনারা তারা গোলাবর্ষণ করে আসছে। গত বছর এ মহড়ায় যোগদেয় অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর। চলতি বছর এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এসব দেশের মোট ৫০০০ সেনা মহড়ায় অংশ নিচ্ছে এ মহড়ায়।

চীন এ সম্প্রসারিত সামরিক মহড়াতে তার প্রতি হুমকি বলে মনে করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র  ন্যাটোর অনুরূপ ভারত-প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট গড়ে তোলার চেষ্টা করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে বেইজিং।

দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় ব্রুনেই, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, মালয়েশিয়া, নেদারল্যানডস, নিউজিল্যান্ড, পপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুরও পর্যবেক্ষক পাঠিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল চার্লস ফ্লাইন বলেছেন, ১৯টি দেশ এ প্রশিক্ষণ মহড়ায় সংশ্লিষ্ট হয়েছে যাতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় শক্তিশালী বহুজাতিক সংহতির বহিঃপ্রকাশ ঘটেছে। 

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ