শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

অভিশপ্ত ট্যাটু রিমোভ কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অভিশপ্ত ট্যাটু ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির লোগো

|| মোঃ মোশাররফ হোসাইন রাজু ||

কলঙ্ক ও অভিশাপের চিহ্ন ট্যাটু মানব দেহ থেকে মুছে ফেলার (রিমোভ) কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি (HCSB)।

বুধবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সোসাইটির পরিচালক মুহাম্মাদ রাজ ও সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া।

তারা বলেন, এবার আমরা নতুন করে ট্যাটু রিমুভ কর্মসূচি আমাদের সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করেছি। আপাতত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সোসাইটি ট্যাটু রিমোভ কার্যক্রম পরিচালনা করবে।

তারা আরও বলেন- যারা ট্যাটু তুলবেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। যাদের সহযোগিতা প্রয়োজন আমাদের টিমের সাথে যোগাযোগের  অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ট্যাটু ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উলকি। আরবিতে বলা হয় ‘আল ওয়াশ্ ম’। মানবদেহের ত্বকে সুঁই বা এ জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে বাহারি রঙের নকশা করার নামই ট্যাটু। ট্যাটু সাধারণত স্থায়ী হয়। সহজে তা মুছে ফেলা যায় না।

ইসলামে ট্যাটু করা হারাম। এটি আল্লাহর সৃষ্টির বিকৃতি। কুরআন-হাদিসে ট্যাটু করতে নিষেধ করা হয়েছে। ট্যাটুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিশপ্ত বলা হয়েছে।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ‘যে নারী নকল চুল ব্যবহার করে এবং যে তা সরবরাহ করে, আর যে নারী ট্যাটু আঁকে এবং যে আঁকায়, রাসুল সা. তাদের অভিশাপ দিয়েছেন।’ (বুখারি: ৫৫৯৮; মুসলিম: ৫৬৯৩)

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ