আলোচিত নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টায় শহরের পায়রা চত্বর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ থেকে হেফাজতের পক্ষ থেকে যে চারটি দাবি উত্থাপন করা হয় ।
সেগুলো হলো- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল; শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা; হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার; ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের গণহত্যা বন্ধ করা।
সমাবেশে ঝিনাইদহ জেলা হেফাজতের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমীর সভাপত্বিতে ও মুফতি ওলিউর রহমান আল হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি আমানুল্লাহ হাবিবী, মুফতি মনিরুল ইসলাম আইয়ূবী, মাওলানা ইব্রাহীম খলীল হাবিবী, মুফতি নাজমুল ইসলাম, মুফতি কামাল উদ্দিন আল মাহমুদ, মুফতি ইলিয়াস হুসাইন, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এদেশে বাস্তবয়ান হতে দেওয়া হবে না। এ সময় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিও তোলা হয়।
খালিদ হাসান বিন শহীদ ( ঝিনাইদহ প্রতিনিধি )
এসএকে/