সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামকে এনসিপির তিন নারী নেত্রীর লিগ্যাল নোটিশ মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রহ. যেন একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কে এম তাহমীদ হাসান ||

২০১৩ সালের ৫ই মে, ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে রাতের আঁধারে ঘটে এক নৃশংস ইতিহাস—ফ্যাসিবাদী, দমনপীড়নমূলক শাসনের নির্মমতা প্রত্যক্ষ করে গোটা জাতি। তখনকার স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত নিরীহ, ধর্মপ্রাণ ছাত্র ও জনতাকে শহীদ করে। হাজারো মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়, বহু আলেম-উলামা মিথ্যা মামলার শিকার হন, জেল খাটেন, রিমান্ডে অমানবিক নির্যাতনের সম্মুখীন হন। ক্বায়েদে মিল্লাত, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-সহ বহু হেফাজতকর্মী আজও সেই রক্তাক্ত রাতের অন্যায় বিচারের ভার বইছেন।

এই বিভীষিকাময় দিনের স্মরণে আজ কোনো সময়োপযোগী কর্মসূচি কি ঘোষণা করেছে হেফাজত বা সমমনা কোনো ইসলামী সংগঠন? বরং আজ দেখা যাচ্ছে, মুখে মিষ্টি কথা বললেও অন্তরে যারা কওমি ও হেফাজতের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা আমাদের রক্তের ইতিহাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। 

আমাদের চোখ খুলবে কবে? সময়ের দাবি বুঝে জাতির হৃদয়ের আহ্বান আমরা কি শুনতে পাচ্ছি না? অন্তত আজকের দিনে শহীদদের স্মরণে দেশব্যাপী দোআ মাহফিল ও স্মরণ সভার আয়োজন কি আমাদের ন্যূনতম দায়িত্ব নয়?

তাই শহীদদের প্রতি দায়িত্ববোধ থেকে—জেগে উঠুক আমাদের চেতনা। হোক শুভ বুদ্ধির উদয়।

লেখক: তরুণ আলেম, সংগঠক ও মিডিয়াকর্মী
প্রচার ও প্রকাশনা সম্পাদক, তরুণ আলেম প্রজন্ম-২৪

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ