শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফটিকছড়ি আমতলী আজিজিয়া ফাতেমাতুজ্জুহরা মাদ্রাসার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ দাবি জানান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।

মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী আরও বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল। বর্তমানে প্রাইমারি স্কুলে ধর্মীয় মৌলভী শিক্ষক না থাকার কারণে সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারছেনা। সঠিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিশু কিশোররা বিপথগামী হচ্ছে। বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে পড়ছে। 

তাঁর মতে, প্রাইমারি স্কুলে আলেমগণ ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে৷শিশু-কিশোররা আগামী দিনে ইসলামের মৌলিকত্ব শিখতে পারবে। কোমলমতি ছাত্রদের হৃদয়ে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, আদব-আখলাক, শিষ্টাচার, ভদ্রতা গড়ে উঠবে। ভবিষ্যতে জীবনে এর প্রভাব পড়বে।

মাহফিলে দেশবরেণ্যে উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ