ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহায়ও লম্বা ছুটি পাচ্ছেন কর্মজীবিরা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে ঈদের আগে ১৭ মে ও ২৪ মে— এই দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। কর্মদিবসের ভারসাম্য রক্ষা করতে এই দুটি দিন অফিস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।
এমএইচ/