হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, আজকের মহাসমাবেশ প্রমাণ করে হেফাজত ছিল, আছে এবং থাকবে। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার যে হত্যা, গুম-খুন চালিয়েছে, তা প্রমাণ করে বিশ্বের বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ।
শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবীব বলেন, হাসিনা গত ১৫ বছর অনেক সংগঠনকে নিষিদ্ধ করেছে, তাদের কার্যক্রম আর আওয়ামী লীগের নির্যাতন এক পাল্লায় রাখা হয়, তাহলে আওয়ামী লীগের পাল্লা ভারী হবে।
হেফাজতের এই নেতা বলেন, শাপলার এক শহীদের সাথী আমাকে বলেছে, মৃত্যুর সময়ে তার মুখে আল্লাহর জিকির উচ্চারিত হচ্ছিল।
প্রধান উপদেষ্টার প্রতি তিনি বলেন, ড. ইউনূস সাহেব, আপনি রক্ত দেননি। সংগ্রহ করেননি। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। আমরা ইসলামবিরোধী নারীনীতি মেনে নেব না। আপনাকে উৎখাত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, আমরা আপনার পাশে ছিলাম। ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নিলে আমরা আমাদের সহযোগিতার হাত গুটিয়ে নেব।
জুনায়েদ আল হাবীব বলেন, আমরা জেলখানায় ফাঁসির মঞ্চ দেখে এসেছি। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। যদি আসতেই হয়, শুধ ফাঁসির শাস্তি ভোগ করতে আসতে হবে। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দিতে হবে।
এসএকে/