শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

খুলনায় প্রশিক্ষণ নিচ্ছেন ১২০০ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মঙ্গলবার (১৫ এপ্রিল) হজযাত্রীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২শ’ হজযাত্রী অংশগ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাস, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ, লিমা হজ ট্রাভেল এজেন্সি (এইচএএবি)’র প্রতিনিধি মো. সায়েদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক খুলনার ইমাম মো. মাসুম বিল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হজের সময়, হজযাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, সকলেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণের সময় হজযাত্রীরা যত বেশি মনোযোগী হবেন, হজের আচার-অনুষ্ঠান পালন করা তত সহজ হবে। 

এই সময় জেলা প্রশাসক প্রশিক্ষণ অধিবেশনগুলোতে সাবধানতার সাথে উপস্থিত থাকার জন্য হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ