শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

বেফাক পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল ঘোষণা করা হয়েছে। 

আজ বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন ৩০ শাওয়াল ১৪৪৬ হিজরি পর্যন্ত গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে মুহতামিম অথবা নাযেমে তালীমাতের স্বাক্ষর ও সিল সম্বলিত আবেদন করতে হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে। 

পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন করতে হলে প্রত্যেক বিষয়ের জন্য মারহালার ফি-এর সমপরিমাণ টাকা বেফাক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। এছাড়া কুরিয়ার সার্ভিস-যোগে আবেদনপত্র পাঠালে, পরিমাণমতো টাকা ব্যাংকে পে-অর্ডার করে, পে-অর্ডারের মূল কপি ও আবেদনপত্র একত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেফাকের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না। তবে চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানোর প্রয়োজন হলে জিলহজ মাস থেকে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ