রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার পাঁচ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী তুলে ধরতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গ্রান্ডি।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে।

তিনি বলেন, আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু কংক্রিট বেরিয়ে আসবে।

কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার জন্য প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে, তাদের (রোহিঙ্গা জনগণ) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।’

এ সময় গ্রান্ডি এ বছরের শেষের দিকে হতে যাওয়া আন্তর্জাতিক এ বৈঠকের জন্য তার সমর্থন প্রদান করে জানান, মার্চের মাঝামাঝি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট ইস্যু গুরুত্ব পাবে।

মহাসচিবের এই সফরের মধ্যদিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই উপায়ও বের হবে বলেও আশা প্রকাশ করেন ফিলিপ্পো গ্রান্ডি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

তিনি গ্রান্ডিকে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সমর্থনে এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য সক্ষম পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ