সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক মহেশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বহু বিবাহ: ইসলামি দৃষ্টিভঙ্গি ও সমকালীন বাস্তবতা সুদানে কি রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে পক্ষগুলো? ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা

তুরাগ তীরে লাখো মুসল্লির জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে শুরায়ে নেজামের  বিশ্ব ইজতেমার প্রথম ধাপের জুমার নামাজ। 

আজ শুক্রবার দুপুর ১টা ৪৩ মিনিটে খুতবা শুরু হয়, এরপর ১টা ৫৩ মিনিটে নামাজ আদায় করা হয়। নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের।

জুমার নামাজের জন্য ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়ক, মহাসড়ক ও খোলা জায়গায় নামাজ আদায় করেন।

ভোরে ফজরের নামাজ শেষে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। সকাল ৯টা ৪৫ মিনিটে খিত্তাভিত্তিক তালিমের আয়োজন করা হয়, এর আগে ভারতের মাওলানা জামাল সাহেব মোজাকেরা করেন। পরে সকাল ১০টায় শিক্ষকদের জন্য নির্ধারিত বয়ান মিম্বারে আলোচনা করেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। একই সময়ে ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মিম্বারে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মান্নান। অন্যদিকে, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশে টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, এখন পর্যন্ত ৭২টি দেশ থেকে প্রায় ২,১৫০ জন বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। আরও পাঁচ দিন চলবে এই ইজতেমা, যেখানে আরও অনেক দেশের মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সকালে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর ইজতেমা মাঠ ও তুরাগ নদীর তীরে। মূল মাঠে বাঁশ ও চটের ছাউনির নিচে হাজারো মুসল্লি অবস্থান নিয়েছেন। কেউ মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, কেউ রান্নাবান্না, অজু বা গোসলের কাজে ব্যস্ত। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা মাথায়, কাঁধে ব্যাগ নিয়ে দলে দলে মাঠে প্রবেশ করছেন।

এর আগে, তাবলীগ জামাতের দু'পক্ষ—মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা আলাদাভাবে দুই পর্বে ইজতেমা আয়োজন করতেন। তবে এবারই প্রথমবারের মতো মাওলানা জোবায়ের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমার আয়োজন করেছেন। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে ৪১ জেলা ও ঢাকার কিছু অংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ