সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের আসামির জামিন বাতিল করে এ আদেশ দেন। মিজান খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাবেক সংসদ সদস্য মিজানের বোন অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য্য ছিল। এ সময় আসামি আদালতে হাজিরা দিতে গেলে আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। একইসঙ্গে মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি তারিখ ধার্য্য করেন বিচারক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির তৎকালীন পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এই কর্মকর্তা।

অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল।

সাবেক এমপি মিজানের বোন সুলতানা রহমান শিল্পী বলেন, হয়রানির উদ্দেশ্যে ২০১৯ সালে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আয়কর অফিস থেকেও বলেছিল তার কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নেই। তিনি দাবি করেন, আমার ভাই নির্দোষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ