শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নির সমস্যা সমাধান হচ্ছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাওয়ার অব অ্যাটর্নি ইস্যুর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবির সমাধানে চেষ্টা করেনি কোনো সরকার। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান ও ব্যারিস্টার নাজির। সমস্যা সমাধানে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে অলিউল্লাহ নোমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, উপদেষ্টাদের বুঝিয়ে বলতে পারলে কাজ হয়। বাংলাদেশ সফরে আমি আর ব্যারিস্টার নাজির ভাই আসিফ নজরুলের সাথে দেখা করেছিলাম। আমাদের দেখা করার একমাত্র উদ্দেশ্য ছিল বৃটেনসহ অন্যান্য দেশের প্রবাসীরা পাওয়ার অব অ‍্যাটর্নি দিতে যে সমস্যার মুখোমুখি হন ব্রিটেন প্রবাসীরা সেটা বুঝিয়ে বলা। আমরা বিষয়টি বলার পরপরই আসিফ নজরুল বলেন কি করতে হবে সেটা বলেন।

আমরা বলার পর তিনি বললেন আপনারা লিখে দেন আমরা ব্যবস্থা নিব।

তিনি লিখেছেন, তখন মনে করেছিলাম তিনি মনে হয় পলিটিক্যাল পার্সনদের মতই মিষ্টি করে বলে আশ্বস্ত করলেন। কিন্তু না, তিনি মন্ত্রণালয়ের একজন উপসচিবকে ডেকে দায়িত্ব দিয়েছেন আমাদের নিকট থেকে বিষয়টি লিখিয়ে নিয়ে যেন প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন।

অলিউল্লাহ নোমান আরো লিখেছেন, ওই উপসচিব এবং উপদেষ্টার পিএস আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন।

আমরা লিখিতভাবে দিয়েছি কী করতে হবে। ইনশাআল্লাহ, বৃটেনসহ সব দেশের প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার জটিলতা কাটবে আশা করছি। পোষ্টটি দেখে দেশ-বিদেশের প্রবাসীরা আশা করছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ