শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু ও কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে শোক বিরাজ করছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমে হামলকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে। ছবিতে একজন অস্ত্রধারী দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না। 

জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়।

এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।

ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে আসেন। তিনি আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে পাহাড়ি অঞ্চলজুড়ে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। হামলার পর একাধিক জাতীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তা এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ