শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 .শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ মৌসুম। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ নাগরিকদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেপ্তার করেছে, যারা আকামা (রেসিডেন্স পারমিট), শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘন করেছেন।

সৌদি প্রেস এজেন্সির (SPA) বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৯৫ জন আকামা আইনের; তিন হাজার ৫১২ জন অবৈধ সীমান্ত অতিক্রমের এবং এক হাজার ৯০০ জন শ্রম আইনের লঙ্ঘন করেছেন। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ৬৬% ছিলেন ইথিওপিয়ান, ২৮% ইয়েমেনি, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়া, ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা সৌদি আরব থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আরও ২১ জনকে ধরা হয়েছে, যারা এইসব আইনের লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহযোগিতা দিয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যদি অবৈধ ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে- সর্বোচ্চ ১৫ বছর জেল, ১০ লাখ রিয়াল (প্রায় ২.৩ কোটি টাকা) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দ।

সৌদি সরকার জানিয়েছে, অনেক বিদেশি পর্যটক ভিসিট ভিসা নিয়ে এসে হজ করার চেষ্টা করেন, যা বৈধ নয়। ভিসিট ভিসায় হজ করা নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি—সে সৌদি নাগরিক হোক, প্রবাসী হোক বা পর্যটক— যদি অনুমতি ছাড়া হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন (যেমন: মসজিদুল হারাম, মিনা, আরাফাত, মুযদালিফা) তাহলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং পুনরায় একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ