শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব 

আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরের ম্যান্ডেলা হলে সোমবার অনুষ্ঠিত একটি বার্ষিক সভা থেকে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম এনগোসকে বহিষ্কার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা স্মরণে অনুষ্ঠিত এই সভায় ইসরায়েলি রাষ্ট্রদূতের অপ্রত্যাশিত উপস্থিতির বিরুদ্ধে আফ্রিকার একাধিক দেশের প্রতিনিধি দল আপত্তি জানায়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে প্রতিবাদ ওঠার পর সভা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রদূত এনগোস সভাস্থল ত্যাগ করলে সভা পুনরায় শুরু হয়।

ঘটনার পর আফ্রিকান ইউনিয়ন এ বিষয়ে তদন্ত শুরু করেছে, বিশেষ করে কে বা কোন পক্ষ ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন গঠনের পর থেকে অ-আফ্রিকান ৮৭টি দেশকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষক রাষ্ট্রের কোনো ভোটাধিকার নেই, কেবল নির্দিষ্ট আলোচনায় অংশগ্রহণ করতে পারে।

১৯৭৩ সালে সর্বপ্রথম ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) পর্যবেক্ষক মর্যাদা পায় এবং আফ্রিকার অধিকাংশ দেশ তাদের জোরালো সমর্থন দিয়ে আসছে।

গত কয়েক বছরে ইসরায়েল আফ্রিকান ইউনিয়নে পর্যবেক্ষক সদস্যপদ পাওয়ার চেষ্টা করে এবং ২০২১ সালে তা অর্জন করে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের সনদের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে—বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ড দখল অব্যাহত রাখার প্রেক্ষিতে—ইসরায়েলের সদস্যপদ পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়।

সাম্প্রতিক এই বহিষ্কারের ঘটনা ইসরায়েলের আফ্রিকান কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ