বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার পূর্ব ইউক্রেনে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভ্লাদিমির জেলেনস্কি প্রশাসন। বলা হয়েছে, গতকাল শনিবার ভূপাতিত রুশ যুদ্ধবিমানগুলোর দু’টি এসইউ-৩৪ এবং একটি এসইউ-৩৫।

ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শনিবার পূর্ব ইউক্রেনের আকাশে দু’টি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে বলে দেশটির বিমানবাহিনী প্রধান বলেছেন।

যদিও রয়টার্স এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি এবং মস্কোরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই দাবি সত্য হলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হারানোর ফলে মস্কোর আর্থিক ক্ষতি মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে।

মূলত উন্নত পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পর থেকে যুদ্ধে সম্মুখ সারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ান বিমান চলাচলের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করতে এই অস্ত্রগুলো মোতায়েন করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ