শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট সিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, কাস্টিং ভোট অভূতপূর্বভাবে রেকর্ড ৬৬ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। আর ফাত্তাহ আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর গত ১২ ডিসেম্বর ভোটগ্রহণ শেষ হয়। সাবেক সেনাপ্রধান সিসি ভোট পেয়েছেন তিন কোটি ৯০ লাখ। গত এক দশক ধরে মিসরের নেতৃত্বে রয়েছেন তিনি। সীমান্ত ঘেঁষা গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো।

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আগের দুই নির্বাচনেও ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনামলে মিসরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আল-সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেন। সেই সঙ্গে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যে সীমাবদ্ধতা ছিল, তা বাড়িয়ে তিন মেয়াদ করেছেন।

সিসি আরও তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই হাই-প্রোফাইল ছিলেন না। প্রচারণা বাধাগ্রস্ত করা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান বিরোধী প্রার্থী অভিযোগ করেছেন।

সূত্র : আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ