সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধসহ হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গলের দিলবরনগর এলাকার ছাত্র-জনতা মানববন্ধন করেছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নারী, পুরুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। 

মানবন্ধনে বক্তারা বলেন , দুই বছর আগে জনৈক নজরুল ইসলাম শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করেন। সেখানে উচ্চস্বরে গান বাজানো, মাদক সেবন এবং পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এলাকাবাসী বারবার নিষেধ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা আরো বলেন, রিসোর্টের পাশেই স্কুল, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা থাকায় শিক্ষার্থী ও মুসল্লিরা চরম বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রীদের জন্য পরিবেশ আরও বিপদজনক হয়ে উঠেছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রিসোর্টে হামলা চালিয়ে সেটি বন্ধ করে দেয়। ওই সময় পাঁচ নারীকে আটক করা হয়, যারা পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি শুরু করেন।  

বক্তারা দাবি করেন, সম্প্রতি রিসোর্টের নাম পরিবর্তন করে পুনরায় অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। গ্রামবাসী শ্রীমঙ্গল প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ এবং রিসোর্ট মালিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া ও মহরম আলী হোসেন বক্তব্য দেন।

গ্রামবাসী বলেন, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনা। তারা অসামাজিক কার্যকলাপ বন্ধের পাশাপাশি গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।  এলাকাবাসী দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ