সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

কুমিল্লায় বেতুয়া হুজুরের বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল ২১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়ির ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার। প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমা থেকে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। 

মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। 

আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব শামীম সাঈদী। এতে সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, চাঁদপুরের হাজিগঞ্জ আহমাদিয়া দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফী, হবিগঞ্জ মদীনাতুল উলুম আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা মুফতি আমীমুল ইহসান, মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব, মাওলানা মুফতি আবু ইউসুফ প্রমূখ। এছাড়াও দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ