সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ ভিত্তি স্থাপন ও রমজান ফুড প্যাক বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মুস্তাকিম আল মুনতাজ

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন ও জামেয়া দ্বীনিয়া ইউকের উদ্যোগে রমজান   ফুড প্যাক বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জামেয়া দ্বীনিয়া মাদরাসা প্রাঙ্গণে ভবন নির্মাণ কমিটির সভাপতি অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক প্রেসক্লাবের সভাপতি ডাক্তার ছাদিক আহমদ, ভূমিদাতা ও সাবেক কাউন্সিলর অলিউর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সৈয়দ শোয়েব আহমদ, পৌর বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মোমশাদ আহমদ, মাদরাসার ভূমিদাতা ও ইউকে শাখার সদস্য সৈয়দ আবু সাঈদ, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান মিয়া, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সৈয়দ মাহমুদ আলী, হাফিজ আকমল হোসেন তরফদার, মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা শাহ বাহদ্দিন সৌদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আসাদ আহমদ চৌধুরী, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা এনাম শ্যামেরকোনী, ছয়ফুল আলম খান, মাওলানা হাসান আহমদ চৌধুরী, শাহ আতাউর রহমান, হাফিজ সাজিদ আহমদ, ছাত্রনেতা মোরশেদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মনসুর আহমদ, আলহাজ্ব মোশাহিদ খান আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সৈয়দ তালহা, সৈয়দ জাহিদ আলী, জামেয়া দ্বীনিয়া ইউকে এর কর্ণধার ভাইস প্রিন্সিপাল কামরুল হাসান খান, রশিদ আহমদ বেলাল, সৈয়দ আবু সাঈদ, সৈয়দ ফরহাদ আহমদ, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সাদিক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এছাড়াও জামেয়া দ্বীনিয়া ইউকের অর্থায়নে একশত আশিটি ফুড প্যাকেট উপহার হিসেবে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং তিন কোটি পঞ্চাশ লাখ টাকার ব্যায়ে নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করতে সবার সহযোগিতা কামনা করেন মাদরাসা কর্তৃপক্ষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ