বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


আ.লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কুয়াকাটায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন কুয়াকাটা পৌরসভা বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কয়েক শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

কুয়াকাটা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভার মূল কেন্দ্রের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুয়াকাটা পৌর কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল এই মিছিলের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন- যুবদল যুগ্ম আহ্বায়ক হানিফ গাজী, নুর আলম শেখ, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, সদস্য সচিব আলমাস হাওলাদার, শ্রমিক দল সভাপতি মানিক ফকির, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, ছাত্রদল সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় এসে নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ১৫ বছর তারা এদেশে সাধারণ মানুষকে নির্যাতন করে আসছে৷ বর্তমানে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে দেশ-জাতি নিয়ে অপবাদ চালাচ্ছে। এগুলো রুখে দিতে তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ