বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


শেরপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুজন সেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটির নাম—রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। তারা কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শিশু দুটি বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ