বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


গোরকঘাটা মাদরাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা আলহাজ্ হাফেজ ফজলুল হক সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামিয়ার শিক্ষক মাওলানা মিজবাহ উদ্দীন আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন- জামিয়ার পরিচালক মাও. আবদুল মোনায়েম ও নির্বাহী পরিচালক মাও. শামসুল আলম (জাদীদ), জামেয়ার শাইখুল হাদিস হাফেজ মাওলানা আব্দুল গফুর, মুফতি সাইফুল্লাহ।

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাওলানা মো. কাশেম, মাও. নেজাম উদ্দিন, ক্বারী আবদুল গফুর, মাওলানা মুফতি মোস্তাক আহমদ, মাওলানা হাফেজ ইসমাইল, মাওলানা জাহেদুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা মোকাররম, সাংবাদিক গাজী মো. আবু তাহের,  আ ন ম হাসান, হামিদ হোসাইন ও শেখ আবদুল্লাহসহ সচেতন অভিভাবকবৃন্দ।

এসময় মেহমানদের হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন- সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পাওয়া আটজনসহ এ প্লাস প্রাপ্ত ৩৫ জন ও এ গ্রেড প্রাপ্ত ১৬ জন ছাত্র-ছাত্রী। মোট পরীক্ষার্থী ছিলো ৫৯ জন, পাশের হার ১০০%।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক বলেন, বিশ্বজুড়ে বিশাল অপার সম্ভাবনার নাম মানব শিশু। এই সম্ভাবনাকে অবশ্যম্ভাবী করার জন্য একান্ত প্রয়োজন শিশুর বিকাশ, শিশুর শিক্ষা। শিশুদের সৎ আদর্শবান,পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামি শিক্ষার বিকল্প নেই। তাই নুরানী বিভাগের পড়াশোনা হচ্ছে শিশুদের জন্য মুল বেসমেন্ট।

তিনি উপস্থিত অবিভাবক পিতা মাতার উদ্দেশে আরো বলেন, আপনার শিশুকে সুশিক্ষিত, মানবিক, আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষা গ্রহনে উৎসাহী করুন।

বড় মহেশখালী এমদাদিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইসমাঈলের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হাফেজ ফজলুল হক সিকদার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ