সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

শুক্রবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীপুরের কলাকোপা মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার বার্ষিক মাহফিল । (১ ও ২ ডিসেম্বর) রোজ শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ৯৬ তম মাহফিল। প্রতিদিন  দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম।

উক্ত মাহফিলে প্রথম দিন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন  বি-বাড়িয়া থেকে শাহ আহমদ শফি রহ.এর খলীফা, মুহাদ্দিস মাওলানা কামালুদ্দিন সাহেব এবং ঢাকা থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ  মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। দ্বিতীয় দিন  আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে শায়খুল হাদিস মাওলানা মুশতাক আহমদ এবং হাতিয়া থেকে মাওলানা নুরুস ইসলাম শরীফ। এছাড়া আরো উপস্থিত থাকবেন জাতীয় ও স্থানীয়  উলামায়েকেরাম। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস  মাওলানা আব্দুল হান্নান। 

মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, জামিয়ার মাহফিল উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সকল আসবাবপত্র ব্যবস্থা করা হয়েছে। দ্বীনি মাহফিল মুলিম উম্মাহর আত্মার খোরাক জোগায়।  ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের সেই রুহের খোরাকের ব্যবস্থা করে থাকে। আওয়ার ইসলামের মাধ্যমে আমি সবাইকে উক্ত মাহফিলে অংশগ্রহণের জন্য  আহ্বান করছি।

জানা যায়, জামিয়া ইসলামিয়া কলাকোপা দেশের প্রাচীনত একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠান। শতবর্ষ ছুঁয়েছুঁয়ে তার পথ চলা। এটি তৎকালীন  বৃহত্তর নোয়াখালী জেলার সর্বপ্রথম দাওরায়ে হাদিস মাদরাসা। ১৯৩১ খ্রিষ্টাব্দে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার কলাকোপা গ্রামে তা  প্রতিষ্ঠা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ