শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আধ্যাত্মিকতার ২২ নং কোর্স শুরু পহেলা ডিসেম্বর থেকে, যেভাবে করবেন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদিয়া খানকার উদ্যোগে আধ্যাত্মিকতার কোর্স শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে বগুড়ার মহাস্থান আহমদিয়া মাদ্রাসা ও খানকায় এই কোর্সটি শুরু হবে।

খানকা আহমদিয়ার পরিচালক বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী জানিয়েছেন, এই কোর্সটি অভিজ্ঞ আধ্যাত্মিক সাধক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কামেলে মোকাম্মেল চার কাইয়ুমের সিলসিলায় মোজাদ্দেদিয়া তরিকার শায়েখ কর্তৃক নির্দেশিত ও পরিচালিত।

তিনি জানান, এই কোর্সটি বছরব্যাপী করানো হয়। বছরের যেকোনো সময় ভর্তি হয়ে এই কোর্সটি করার সুযোগ রয়েছে যাবে। এই কোর্সটি ৭/৮/১৪/২৮ দিনের জন্য করা যাবে।

কোর্সের বৈশিষ্ট্যসমূহ:

✓ প্রসিদ্ধ চার তরিকার ইমামগণের আধ্যাত্মিক জ্ঞানের আলোকে মহান স্রষ্টার নৈকট্য লাভের পন্থা।

✓ তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধির জ্ঞানার্জন ও ব্যবহার বিধি।

✓ জাগতিক তৃষ্ণা ও দুঃখবোধ থেকে পূর্ণ মুক্তি এবং পারমার্থিক জগতে প্রবেশকরণ।

স্তর পরিক্রমা:

✓ অভিজ্ঞ আধ্যাত্মিক সাধক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কামেলে মোকাম্মেল শায়েখ কর্তৃক নির্দেশিত ও পরিচালিত। পর্যায়ক্রমে ইসলামী শরিয়ত, তরিকত, মারেফত ও হাকিকতের গূঢ় রহস্য ও গুপ্ত দরজা উম্মোচন।

✓ চার তরিকার বিভিন্ন দায়েরা ও মাকামাত বিস্তারিত সায়ের সুলুক করানো

✓ লতিফা সমূহের মোরাকাবা

✓ শায়খের নির্দেশ মুতাবেক সঠিক পন্থায় জিকির, অজিফা, মোরাকাবা ও মেহনত অব্যাহত রাখলে খোদার ফজলে দরজায়ে কাশফ ও মোশাহাদা হাসিল।

✓ জিকরে কলবী ও ইত্তেবায়ে সুন্নাতের পরিপূর্ণ নূর অর্জন।

অংশগ্রহণের যোগ্যতা: আধ্যাতিকতায় আগ্রহি যে কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি।

যোগাযোগ:

উল্লেখ্য,  শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী দাওরা, ইফতা, তাফসির, বি.এ অনার্স-এম.এ পাশ করা একজন মুহাক্কিক আল্লাহওলা বুযুর্গদের সোহবতপ্রাপ্ত একজন আলেম। তিনি বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের সভাপতি। সিলেটের আজাদীনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্স, মিরপুর, ঢাকা ও মোস্তফা কামাল আজাদী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সহকারী পরিচালক।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ