শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জনপ্রিয় এনার্জি ড্রিংক ‘রেড বুল’ কি মুসলিমদের জন্য হালাল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।। বহুল জনপ্রিয় এনার্জি ড্রিংকগুলির মধ্যে একটি হল রেড বুল। যদিও এটি তার বৈচিত্রের জন্য অনেক জনপ্রিয়। তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক রেড বুল পানীয় পান করা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম?

রেড বুল কি হালাল নাকি হারাম?

বিশ্বব্যাপী জনপ্রিয় এই পানীয়টির হালাল অবস্থা সম্পর্কে জানতে হলে, প্রথমে আমাদের জানা উচিত কী কী উপাদান দিয়ে জনপ্রিয় এই পানীয়টি তৈরি করা হয়। বেশ কয়েকটি উপাদান দ্বারা রেড বুল এনার্জি ড্রিংক তৈরি করা হয় যেমন: ক্যাফেইন,ভিটামিন বি, চিনি ও টরিন পানীয়।

এই উপাদানগুলো মাঝে টরিন যা সাধারণত প্রাণী থেকে উৎপাদিত হওয়াই অনেকে এটা নিয়ে বিবাদে জড়িয়ে যায়। এই বিষয়ে ভোক্তাদের প্রশ্নের উত্তরে, রেড বুল ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিশ্চিত করেছেন যে রেড বুল তৈরিকৃত প্রতিটি উপাদানই হালাল। কারণ এটি শতভাগ অ্যালকোহলমুক্ত এবং এতে কোনও হারাম প্রাণীর উপাদানও নেই।

রেড বুলের মধ্যে থাকা টরিন কোনো প্রাণী থেকে প্রাপ্ত নয়, এটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা কৃত্রিমভাবে উৎপাদিত হয়, সুতরাং এটি মুসলিম এবং নিরামিষভোজীদের খাওয়ার উপযোগী।

প্রমাণ মুফতি শাব্বির আহমদ ও মুফতি মুহাম্মদ তাহিরের ফতোয়া। রেড বুল অফিসিয়ালভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রেড বুল ড্রিংকস হালাল বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একমাত্র সন্দেহজনক উপাদান হল টরিন, তবে রেড বুল ড্রিংক ভেরিয়েন্টে থাকা টরিনটি প্রাণী থেকে প্রাপ্ত নয়, এটি কৃত্রিমভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হয়েছে যা ইসলামিক আইনের দৃষ্টিতে হালাল।

সুত্র: দি ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ